কলকাতা: পাঁচ দিনের সফরে বুধবার ইংল্যান্ড, ফ্রান্স ও কাতারের উদ্দেশে রওনা হলেন ভারতের অর্থমন্ত্রী পি চিদাম্বরম। ইংল্যান্ডে তিনি সেদেশের অর্থমন্ত্রী জর্জ ওসবোর্নের সঙ্গে সাক্ষাত করবেন।
এছাড়া ফ্রান্স ও কাতারেও তিনি বাণিজ্যিক বিষয় আলোচনা করবেন বলে জানা গেছে। সেখানেও তিনি বিনিয়োগকারীদের সাথে কথা বলবেন।
মূলত এই দেশগুলোর সামনে ভারতে বিনিয়োগের সুবিধার বার্তা পৌঁছে দেওয়াই তার সফরের মূল উদ্দেশ্য। সফরকালে ভারতীয় অর্থমন্ত্রীর সঙ্গে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল থাকছেন বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, মে ১৬, ২০১৩
ভাস্কর সরদার/সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর