কলকাতা: ভারতে এবছর বর্ষা আসতে দেরি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। শুধু দেরি নয়, বৃষ্টিপাতও হবে বেশ কম।
বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর জানায়, কেরালা উপকূলে ৩ জুনের আগে বর্ষা আসবে না। বৃষ্টির এ ঘাটতির ফলে আগামীতে ভারতের বিভিন্ন জায়গায় খরাও হতে পারে।
অপরদিকে, দক্ষিণ ভারত ও পূর্ব ভারতে চাষের বেশ খানিকটা ক্ষতি হতে পারে বলে মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা। গতবছর ভারতে গড় বৃষ্টিপাতের তুলনায় কম বৃষ্টিপাত হয়েছিল। তবে উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন মন্ত্রী কে ভি থমাস এপ্রিল মাসে এক প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছিলেন, এ মুহূর্তেই আশঙ্কার কোনো কারণ নেই। সরকার পরিস্থিতির উপর নজর রাখছে।
কম বৃষ্টিপাত ভারতের অর্থনীতিতে বেশ কিছুটা প্রভাব ফেলবে। দাম বাড়বে জিনিস-পত্রের। আবার বাড়তে থাকবে মুদ্রাস্ফীতি। এর ফলে গ্রামীণ অর্থনীতিতে আসতে পারে মন্দা।
খরা শুরু হলে কৃষকদের উপর ঋণের বোঝা বাড়বে বলে জানাচ্ছেন অর্থনীতিবিদরা। কৃষক মৃত্যু নিয়ে গতবছর সরগরম ছিল ভারতের রাজনীতি। শুধু অর্থনীতি নয়, চিন্তার ভাঁজ রাজনৈতিক নেতাদের কপালেও। কারণ, কিছুদিনের মধ্যেই হবে বেশ কয়েকটি বিধান সভা নির্বাচন। কম বৃষ্টি বা খরা চাপে ফেলবে রাজনৈতিক দলগুলোকে।
তবে হাওয়া অফিস জানিয়েছে, এখনই কোনো খরার সতর্কতা দেওয়া হচ্ছে না। বর্ষা শুরু না হলে তার পরিমাণ কতটা কম হবে সেটা বলা সম্ভব নয়।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, মে ১৬, ২০১৩
ভিএস/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর