ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

২০ থেকে ২৬ মে কলকাতায় সংস্কৃতি সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩০, মে ১৬, ২০১৩

কলকাতা: ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে কলকাতায় আগামী ২০ থেকে ২৬ মে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে আন্তর্জাতিক সংস্থা ‘স্পিকম্যাকে’।

সম্মেলনের বিভিন্ন কর্মশালায় অংশ নিচ্ছে ১৮০০ শিশু।

এছাড়া অংশ নেবে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের ২০০ শিশু।

সম্মেলনের আহ্বায়ক অনিরুদ্ধ লাহিড়ী জানান, সম্মেলনের প্রথম দিন অনুষ্ঠান করবেন ১০৬ বছর বয়সের কণ্ঠশিল্পী আব্দুল রশিদ খান।

এ ছাড়া কর্মশালা ও অনুষ্ঠানে যোগ দেবেন যোগেন চৌধুরী, আলি আহমেদ রশিদ খান, বিরজু মহারাজ, কপিলা বেণু, বুদ্ধদেব দাশগুপ্ত, রাশিদ খান, তিজন বাঈ প্রমুখ শিল্পী।

বাংলাদেশ সময় : ১৪১৩ ঘণ্টা, মে ১৬, ২০১৩
ভাস্কর/সম্পাদনা: মাহমুদুল ইসলাম ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।