কলকাতা: ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে কলকাতায় আগামী ২০ থেকে ২৬ মে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে আন্তর্জাতিক সংস্থা ‘স্পিকম্যাকে’।
সম্মেলনের বিভিন্ন কর্মশালায় অংশ নিচ্ছে ১৮০০ শিশু।
সম্মেলনের আহ্বায়ক অনিরুদ্ধ লাহিড়ী জানান, সম্মেলনের প্রথম দিন অনুষ্ঠান করবেন ১০৬ বছর বয়সের কণ্ঠশিল্পী আব্দুল রশিদ খান।
এ ছাড়া কর্মশালা ও অনুষ্ঠানে যোগ দেবেন যোগেন চৌধুরী, আলি আহমেদ রশিদ খান, বিরজু মহারাজ, কপিলা বেণু, বুদ্ধদেব দাশগুপ্ত, রাশিদ খান, তিজন বাঈ প্রমুখ শিল্পী।
বাংলাদেশ সময় : ১৪১৩ ঘণ্টা, মে ১৬, ২০১৩
ভাস্কর/সম্পাদনা: মাহমুদুল ইসলাম ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর