ঢাকাঃ বুধবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের গ্রানবেরি শহরে ভয়াবহ টর্নেডো আঘাত হনেছে। এতে ৬ জন নিহত ও ২৮ জন আহত হয়েছে।
পশ্চিম ডালাস থেকে ১১০ কিলোমিটার বেগে আসা টর্নেডোটির আঘাতে অনেক বাড়ি-ঘর বিধ্বস্ত হয়ে গেছে।
দেশটির জাতীয় জলবায়ু পরিসেবা কেন্দ্র জানায়, একই স্থান থেকে আরেকটি টর্নেডো উৎপন্ন হয়ে ক্লেনবার্নে শহরের মধ্যদিয়ে প্রবাহিত হয়। ক্লেনবার্ন শহরটি গ্রানবারি শহর থেকে ৪০ কি.মি দক্ষিণ-পূর্বে।
ক্লেনবার্নে এ পর্যন্ত কোন মারাত্মক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি, তবে ওই এলাকার বাসিন্দাদের জানান কয়েক ডজন বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, মে ১৬ ২০১৩।
সম্পাদনা: আশুরা জামান ও কবির হোসেন, নিউজরুম এডিটর। eic@banglanews24.com