কলকাতা: ভারতের প্রধানমন্ত্রী ঘোষিত ১৫ দফা কর্মসূচির তদারকির জন্য কমিটি গঠন করছে কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রণালয়।
এ পদক্ষেপকে সংখ্যালঘুদের উন্নয়ন সুনিশ্চিতের আন্তরিক প্রচেষ্টা বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে।
ইতোমধ্যে তদারকি কমিটি গঠনের যাবতীয় প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী কে রেহমান খান।
তিনি বলেন, জেলা, রাজ্য ও জাতীয়স্তরে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শীঘ্রই নতুন কমিটি ঘোষণা হবে।
এদিকে রাজনীতিবিদদের একাংশ বলছেন, উন্নয়নকে কেন্দ্র করে যে অভিযোগ উঠেছিল তা আংশিক ঢাকতেই কেন্দ্র এই সিদ্ধান্ত কার্যকর করছে।
কে রহমান খান জানান, আগের কমিটির আমলে যে সব অভিযোগ ছিল তার পুনরাবৃত্তি যেন না হয়, সে জন্যই কার্যত এই কমিটি গঠন করা হচ্ছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জাতীয় স্তরে তদারকি কমিটিতে ৫০-৬০ জন এবং রাজ্য ও জেলাস্তরে ১০ জন করে সদস্য অর্ন্তভুক্ত হতে পারে। অনুমান করা হচ্ছে, আগামী মাসেই এ কমিটি ঘোষণা হতে পারে।
প্রসঙ্গত, কে রহমান খান গত বছর সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব হাতে পাওয়ার পরপরই ঘোষণা করেছিলেন, মন্ত্রণালয়ের নিজস্ব তদারকি কমিটি গঠন করা হবে।
বাংলাদেশ সময় : ১৪৫৮ ঘন্টা, মে ১৬, ২০১৩
ভাস্কর/সম্পাদনা: মাহমুদুল ইসলাম ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর