নয়াদিল্লি: শেষরক্ষা হলো না তার! বেশকিছু ছবির কাজ অসমাপ্ত রেখেই ৫৩ বছর বয়েসী বলিউড অভিনেতা ‘মুন্নাভাই’ খ্যাত সঞ্জয় দত্তকে সাড়ে তিন বছরের জন্য জেলে যেতে হলো।
বৃহস্পতিবার মুম্বইয়ের বিশেষ টাডা আদালতে আত্মসমর্পণ করেন ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণে অভিযুক্ত সঞ্জয় দত্ত।
জানা যায়, ১৪ মে ২০১৩ বিভিন্ন জঙ্গি গোষ্ঠী ক্রমাগত তার প্রাণনাশের হুমকি দিতে থাকে। এই অভিযোগে টাডা আদালতের বিচারক জিএ সানাপের কাছে দক্ষিণ মুম্বাইয়ের বিশেষ আদালতের বদলে পুনের ইয়েরওয়াদা জেলে সরাসরি আত্মসমর্পণের অনুমতি চান সঞ্জয়।
১৫ এপ্রিল আত্মসমর্পণের জন্য আদালতের কাছে আরও কিছুটা সময় চান তিনি। এর পর ১০ মে সাজা মওকুফের আর্জি করা হলে সুপ্রিম কোর্ট তা খারিজ করে দেয়। এর আগে ১৭ এপ্রিল আদালত আত্মসমর্পণের জন্য সঞ্জয় দত্তকে আরও ৪ সপ্তাহের সময় দিয়েছিল।
২৮ মার্চ শীর্ষ আদালতের সাজা ঘোষণার পর প্রথমবারের জন্য সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেন সঞ্জয় দত্ত। এদিন তিনি সংবাদ সম্মেলন করে জানান, সাজা মওকুফের আর্জি জানাবেন না। যথাসময়ে আদালতে আত্মসমপর্ণ করবেন তিনি।
এর আগে ২৬ মার্চ সঞ্জয়ের সাজা মওকুফের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি নেতা অমর সিং, বলিউড অভিনেত্রী জয়াপ্রদা, মার্কণ্ডেগু কাটজুসহ আরও অনেকেই আর্জি জানান। কিন্তু বিরোধিতায় অনড় ছিল শিবসেনা।
উল্লেখ্য, ২১ মার্চ বলিউডের শক্তিশালী অভিনেতা সঞ্জয় দত্তকে ৫ বছরের কারাদণ্ডের রায় দেন সুপ্রিম কোর্ট। কিন্তু, ইতোমধ্যেই তিনি ১৮ মাস জেলে কাটিয়েছেন। সে কারণে সাজার বাকি মেয়াদ সাড়ে তিন বছর অর্থাৎ ৪২ মাস কারাভোগ করতে হবে ‘মুন্নাভাই’ সঞ্জয় দত্তকে।
এদিকে, সাজা ঘোষণার পর টুইটারে সঞ্জয়ের পাশে এসে দাঁড়িয়েছে গোটা বলিউড। অপরদিকে, সঞ্জয় দত্ত তার সমর্থকদের নিজেই শান্ত হতে বলেছেন।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, মে ১৬, ২০১৩
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর