ঢাকা:আফগানিস্তানে ন্যাটোর সামরিক কূটনৈতিকদের লক্ষ্য করে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ১৫ জন নিহত হয়েছে।
নিহতদের মধ্যে দুইজন মার্কিন সৈন্য, নয়জন বেসামরিক আফগান এবং দুই শিশু রয়েছে।
এই ঘটনায় আহত হয়েছে ৪০ জনের বেশি। আফগান প্রেসিডেন্ট এই হামলার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
স্থানীয় সময় সকাল ৮টায় জঙ্গিরা বিস্ফোরক বোঝাই একটি টোয়োটা করল্লা গাড়ি ন্যাটোর গাড়ি বহরে বিস্ফোরণ করে।
বৃহস্পতিবারের এই হামলা গত দুই মাসের মধ্যে সবচেয়ে বড় বোমা হামলা।
আফগানিস্তানের সরকারি কর্মকর্তারা জানান, দেশটির দক্ষিণ-পূর্ব কাবুলের শাহ শহিদ আবাসিক এলাকায় বোমা বিস্ফোরণে ৬ জন নিহত এবং ৩৭ জন আহত হয়েছেন। দুই মাসের মধ্যে এটিই বড় ধরণের হামলা।
হামলায় ন্যাটোর একটি গাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। মার্কিন সৈন্যরা ঘটনাস্থলে আসার পর জায়গাটি বেষ্টনী দিয়ে বন্ধ করে দেয়া হয়।
আফগান স্বাস্থ্য মন্ত্রণালয় কর্মকর্তা সায়েদ কবির আমিরি জানান, নিহতরা সবাই সাধারণ নাগরিক।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, মে ১৬ ২০১৩
সম্পাদনা: আশুরা জামান ও কবির হোসেন, নিউজরুম এডিটর। eic@banglanews24.com