ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

‘আমাদের বিয়ে করা উচিত’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৮, মে ১৬, ২০১৩
‘আমাদের বিয়ে করা উচিত’

ঢাকা: কোন ধরনের সংকোচ ছাড়াই নিজের পছন্দের কথা জানিয়ে দিলেন মিস আমেরিকা নানা মেরিওয়েদার। পাত্র রাজপরিবারের পরবর্তী উত্তরসূরি প্রিন্স হ্যারি।

তাতে কি! মনের মানুষ বলে কথা। তাই অনেকটা ঢোল পিটিয়েই প্রকাশ করলেন ভালোলাগা মানুষটির নাম।

প্রিন্স হ্যারি ফাউন্ডেশনের জন্য অর্থ সংগ্রহের একটি অনুষ্ঠানে অংশ নেন ২৭ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান এই সুন্দরী। সেখানেই তিনি প্রিন্স হ্যারিকে বিয়ের ইচ্ছা প্রকাশ করেন।

নিউ‌ইয়র্ক সেন্টারের ফোর সিজন রেস্টুরেন্টে মঙ্গলবার অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

হ্যারির প্রশংসা করতে ছয় ফুট উচ্চতার মেরিওয়েদার জানান, হ্যারি তার কাজের মাধ্যমে নিজের দেশকে অতি সুন্দরভাবে তুলে ধরছেন।

হ্যারিকে ‘মিস’ করছেন এমনটি জানিয়ে ব্রিটিশ পত্রিকা টেলিগ্রাফকে তিনি বলেন, শীঘ্রই হ্যারি সঙ্গে সাক্ষাতের বিষয়ে আমি আশাবাদী। সে এখন একা। আমিও একা।

সাংবাদিকের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, যদি এই মুহূর্তে আমরা বিয়ে করি তাহলে কি চমতকার হবে না? সুতরাং আমাদের বিয়ে করা উচিত।  

তিনি আরো জানান, আমি শুনেছি সে খুবই সুশ্রী এবং লম্বা (৬ ফুট ২ ইঞ্চি)। আমিও ছয় ফুট লম্বা। দু’জন মিলনের জন্য এটিই পারফেক্ট।

পরক্ষণে তিনি ব্যাখ্যা করে হ্যারিকে যে বিয়ে করতে চান তা বুঝিয়ে দেন।

বাংলাদেশ সময়: বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ১৬ মে, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।