ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

‘ইরানে নারীরা প্রেসিডেন্ট প্রার্থী হতে পারবে না’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৮, মে ১৬, ২০১৩
‘ইরানে নারীরা প্রেসিডেন্ট প্রার্থী হতে পারবে না’

ঢাকা: ইরানে আগামী ১৪ জুনের প্রেসিডেন্ট নির্বাচনে নারীরা প্রার্থী হতে পারবে না। বৃহস্পতিবার এমনটিই জানিয়েছে দেশটির সংবিধান রক্ষায় গঠিত কমিটির সদস্য আয়তুল্লাহ মোহাম্মদ ইয়াজদি।



এর ফলে যে ৩০ জন নারী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নাম নিবন্ধন করেছেন তাদের নিয়ে অনিশ্চয়তা দেখা দিল। ইরানের সংবিধান মোতাবেক শুধু পুরুষই নির্বাচনে প্রার্থী হতে পারেন।

ইরানের সংবাদ মাধ্যম মেহর এজেন্সি জানায়, একজন নারী ইরানের সর্বোচ্চ নির্বাচিত পদে বসবে তা ইরানের আইন অনুমোদন করে না।

তবে নারীরা ইরানের সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছে দীর্ঘদিন ধরে। এদিকে ইরানের অভিভাবক পরিষদ প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের যোগ্যতা যাচাই-বাছাই করার প্রক্রিয়া শুরু করেছে।  

৬৮৬ জন পুরুষ ও ৩০ জন মহিলা প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিজেদের নাম নিবন্ধন করেছেন। এদের মধ্যে রয়েছেন- ইরানের বিশেষজ্ঞ পরিষদের প্রধান আকবর হাশেমি রাফসানজানি, জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম সচিবালয়ের প্রধান এসফান্দিয়ার রহিম-মাশায়ি ইরানের বিশেষজ্ঞ পরিষদের সচিব মোহসেন রেজায়ি, সাবেক ভাইস প্রেসিডেন্ট ও সংস্কারপন্থী প্রার্থী মোহাম্মাদ-রেজা আরেফ, রক্ষণশীল পার্লামেন্ট সদস্য ও সাবেক স্পিকার গোলাম-আলী হাদ্দাদ আদেল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মানুচেহের মুত্তাকি, রক্ষণশীল প্রার্থী আলীরেজা জাকানি, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব সাঈদ জালিলি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, ১৬ মে, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।