আগরতলা (ত্রিপুরা): দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেহবুব হাসান সালেকের সঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যায় সৌজন্য সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
এদিন সন্ধ্যা প্রায় সাতটা নাগাদ রাষ্ট্রদূত মেহবুব হাসান সালেক রাজ্যের মহাকরণে আসেন।
মুখ্যমন্ত্রীর কক্ষ থেকে বের হয়ে মেহবুব হাসান সালেক সাংবাদিকদের জানান, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরার অবদান নিয়ে চলচ্চিত্র উৎসব করতে চায় বাংলাদেশ। এ ব্যাপারে কথা বলতেই মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে সাক্ষাৎ। মানিক সরকারও এ বিষয়ে বেশ উৎসাহ দেখিয়েছেন বলে জানান তিনি।
রাষ্ট্রদূত আরও জানান, বাংলাদেশে বর্তমানে বিদ্যুৎ ঘাটতি রয়েছে। সরকার ত্রিপুরার পালাটানা বিদ্যুৎ প্রকল্প থেকে বিদ্যুৎ কিনতে আগ্রহী। ত্রিপুরা থেকে বাংলাদেশ ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ নিতে চায়। এজন্য ভারত সরকারের কাছে অনুরোধ জানানো হবে।
সাংবাদিকরা মেহবুব হাসানের কাছে আগরতলা-আখাউড়া রেল সংযোগের অগ্রগতি সম্পর্কেও জানতে চান। রেলপথ নির্মাণের কাজ যথাসময়েই শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাংলাদেশ সময়: ০০৪৪ ঘণ্টা, মে ১৬, ২০১৩
সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর, এসএস