ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বোকো হারামের বিরুদ্ধে সেনা অভিযান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২১, মে ১৭, ২০১৩
বোকো হারামের বিরুদ্ধে সেনা অভিযান

ঢাকা: দীর্ঘ এক যুগ ধরে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে রাজত্ব করে আসা ইসলামিক মৌলবাদি দল বোকো হারাম’কে উচ্ছেদ করার লক্ষ্যে অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনী।

সম্প্রতি নাইজেরিয়ায় প্রেসিডেন্ট দেশটির উত্তর-পূর্বাঞ্চলের শহর বোর্নো, জোবে এবং আদমাওয়া শহরে অনির্দিষ্টকালে জন্য জরুরি অবস্থা জারি করে।

এর পর পরই এই অভিযান শুরু হল।

এসব শহর বোকো হারামের জন্মস্থান ও প্রধান ঘাঁটি বলে পরিচিত। ২০০৯ সাল থেকে এখানে হামলায় এ পর্যন্ত প্রায় দুই হাজার লোক নিহত হয়।

অভিযানের আগে তিনটি শহরে সকল ধরনের টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

নাইজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার নিয়ে কয়েকহাজার সেনা প্রস্তুত রাখা হয়েছে। প্রত্যন্ত অঞ্চলে সৈন্যরা হামলা চালাচ্ছে। বোকো হারামের দখলকৃত অঞ্চল পুনুরুদ্ধার করাই আমাদের এই হামলার মূল লক্ষ্যে।

২০০১ সালে বোকো হারামে প্রতিষ্ঠিত হয়ে নাইজেরিয়ায় পশ্চিমা শিক্ষা নিষিদ্ধকরণ এবং শরিয়াহ আইন প্রয়োগের জন্য সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে আসছে। তারা বেশ কয়েকবার সরকার উৎখাতেরও চেষ্টা চালায়। বোকো হারামে নামের অর্থই হচ্ছে ‘পশ্চিমা শিক্ষা নিষিদ্ধ’।

তাদের হামলার প্রধান লক্ষ্য হচ্ছে খ্রিস্টান ধর্মালম্বীরা। তবে হামলায় অনেক বেসামরিক মুসলিমও নিহত হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ১৭ মে, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।