ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পঞ্চায়েত নির্বাচনে রাজি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৮, মে ১৭, ২০১৩

কলকাতা: আর সংঘাত নয়, সমঝোতায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রাজি হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

দীর্ঘ আইনি লড়াই শেষে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে রাজ্য সরকার পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ নির্ধারণে রাজ্য নির্বাচন কমিশনের মতকেই দিচ্ছে প্রাধান্য।



পুরোদমে বর্ষা আর রমজান মাসের কথা ভেবে জুনে নির্বাচন করাতে চাইলেও, শেষ পর্যন্ত মীরা পাণ্ডের দফতরের স্থির করা দিনক্ষণ মেনে নেওয়ার কথা জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত সচিব সৌরভ দাস।

সে অনুযায়ী, রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২, ৬ ও ১০ জুলাই। ভোট গণনা ১৪ জুলাই।

শুক্রবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ মেনে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করবে সরকার।

রাজ্য ও কমিশনের সমঝোতার ভিত্তিতে বিজ্ঞপ্তি জারি নিয়ে টানাপোড়েনের সম্ভাবনা এখনও সামান্য হলেও রয়েছে। জেলাবিন্যাস নিয়ে দু’পক্ষে এখনও একমত হয়নি। স্পর্শকাতর বুথ নিয়েও রয়েছে জটিলতা।

তবে বৈঠকের পর যা পরিস্থিতি, তাতে এর পানি বেশি দূর গড়াবে না বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
 
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মে ১৭, ২০১৩
ভিএস/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।