সিউনি: অস্ট্রেলিয়ার ব্রিসবেন স্কয়ারে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের সমর্থনে বৃহস্পতিবার শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
সোস্যালিস্ট অলটারনেটিভ সংস্থার সদস্য জেসিকা পেইন ওই শোভাযাত্রার আয়োজন করেন।
জেসিকা বলেন, ‘তার অপরাধ খুবই সাধারন। তিনি বিশ্বের কিছু প্রভাবশালী মানুষের চিন্তা ও মন্তব্য প্রকাশ করেছেন’। তিনি বলেন, অ্যাসাঞ্জের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া মানে, মানুষের স্বাধীনতা, মানবাধিকার এবং মতপ্রকাশের ওপর হুমকি।
শুক্রবার একই স্থানে আরও একটি শোভাযাত্রার আয়োজন করেছেন অ্যাসাঞ্জের সমর্থকরা।
এদিকে গত সপ্তাহে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড তথ্য ফাঁস হওয়ার সমালোচনা করেন।
লন্ডনে গ্রেপ্তারের পর আসাঞ্জেরে জামিনের আবেদন নাকচ করে দেন দেশটির আদালত। যৌন সন্ত্রাসের অভিযোগে সুইডেন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৬৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১০