ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এলাঙ্গ ইন্দোপুরা মহড়ার ৩০ বছর উদযাপন করছে সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১০
এলাঙ্গ ইন্দোপুরা মহড়ার ৩০ বছর উদযাপন করছে সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া

সিঙ্গাপুর: সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার বিমান বাহিনী চলতি সপ্তাহে বালিতে একটি যৌথ বিমান মহড়া পরিচালনা করছে। দুই বছরব্যাপী এলাঙ্গ ইন্দোপুরা মহড়ার ৩০ বছর উদযাপন উপলক্ষ্যে এর আয়োজন করে দেশ দুটি।



এ উপলক্ষ্যে বৃহস্পতিবার মহড়ার অংশ নেওয়া দুই দেশের বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন সিঙ্গাপুরের উপমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী তেও চি হেয়ান এবং ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ড পুরনোমো ইয়ুসজিয়ানতোরো।

উল্লেখ্য, মহড়াটি বালির দক্ষিণাঞ্চলের গুরারাহ রাই বিমান ঘাঁটিতে অনুষ্ঠিত হচ্ছে।

১৯৮০ সালে শুরু হওয়ার পর থেকে দুই বছরব্যাপী অনুষ্ঠিত এ মহড়া এবার ৩০ বছরের পদাপর্ণ করেছে। একটি বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণলায় থেকে এ তথ্য জানানো হয়।

এ বছরের মহড়ায় ৩৫০ জনেরও বেশি সেনা সদস্য, দুই দেশের বিমান বাহিনীর ১৩টি বিমান অংশ নিচ্ছে। এর মধ্যে সিঙ্গাপুরের বিমান বাহিনীর চারটি এফ- ১৬ এবং চারটি এফ- ৫ যুদ্ধ বিমান এবং ইন্দোনেশিয়ার পাঁচটি এফ- ১৬ যুদ্ধ বিমান অংশ নেয়। দুটি পর্যায়ে এ মহড়া অনুষ্ঠিত হবে, যার একটি দুই সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হয়ে শুক্রবার শেষ হবে এবং দ্বিতীয়টি অনুষ্ঠিত হবে আগামী বছরের অক্টোবরে ।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৮০৩ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।