কলকাতা: পশ্চিমবঙ্গে এইডস আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় মুর্শিদাবাদ জেলাকে এইডস বিষয়ক ‘ঝুঁকিপূর্ণ অঞ্চল’ ঘোষণা করা হয়েছে।
এই জেলার এইডস প্রতিরোধ ও সুপ্রভা পঞ্চশীলা মহিলা সমিতির কো-অর্ডিনেটার আধিকারিক অরুণ কুমার সরকার বৃহস্পতিবার বাংলানিউজকে জানান, ‘এ পর্যন্ত জেলায় ৭০ জন এইডসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
তিনি আরও জানান, বর্তমানে এই জেলায় এইচআইভি পজেটিভ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৪৮ জন। এর মধ্যে ২২৯ জন পুরুষ ও ১৭৭ নারী। জেলার খড়গ্রাম, ফারাক্কা ব্লক, লালগোলা, ডোমকল, ভগবানগোলা-২ জিয়াগঞ্জ ব্লকে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ’
জানা গেছে, প্রশাসনিকভাবে এরই মধ্যে পশ্চিমবঙ্গে এইডস আক্রান্ত জেলাগুলোর ক্যাটাগরিতে মুর্শিদাবাদ জেলা ‘হাইরিসক জোন’ এর ‘বি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে। এই তালিকায় ‘এ’ ক্যাটাগরিতে রয়েছে কলকাতা, বর্ধমান, দার্জ্জিলিং, পুরুলিয়া ও আরও এক বাংলাদেশ সীমান্তবর্তী জেলা নদীয়া।
ভারত সরকারের স্বাস্থ্য মন্ত্রক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ এর সাম্প্রতিক সমীক্ষায় দেখা যাচ্ছে, ভারতে ২০ লাখ ৩০ হাজার মানুষ এইডসে আক্রান্ত। পশ্চিমবঙ্গে প্রতিদিন গড়ে ৫০০ জন করে এইডসে আক্রান্ত হচ্ছেন। এই সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গে ৫ দশমিক ৯২ শতাংশ মানুষ এইডসে আক্রান্ত।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১০