ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে এইডস আক্রান্তের সংখ্যা বাড়েছে

মুশির্দাবাদ জেলাকে ‘ঝুঁকিপূর্ণ অঞ্চল’ ঘোষণা

রক্তিম দাশ, কলকাতা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১০
মুশির্দাবাদ জেলাকে ‘ঝুঁকিপূর্ণ অঞ্চল’ ঘোষণা

কলকাতা: পশ্চিমবঙ্গে এইডস আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় মুর্শিদাবাদ জেলাকে এইডস বিষয়ক ‘ঝুঁকিপূর্ণ অঞ্চল’ ঘোষণা করা হয়েছে।

এই জেলার এইডস প্রতিরোধ ও সুপ্রভা পঞ্চশীলা মহিলা সমিতির কো-অর্ডিনেটার আধিকারিক অরুণ কুমার সরকার বৃহস্পতিবার বাংলানিউজকে জানান, ‘এ পর্যন্ত জেলায় ৭০ জন এইডসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

এর মধ্যে ৫৭ জন পুরুষ, ৯ জন নারী ও ৪ শিশু।

তিনি আরও জানান, বর্তমানে এই জেলায় এইচআইভি পজেটিভ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৪৮ জন। এর মধ্যে ২২৯ জন পুরুষ ও ১৭৭ নারী। জেলার খড়গ্রাম, ফারাক্কা ব্লক, লালগোলা, ডোমকল, ভগবানগোলা-২ জিয়াগঞ্জ ব্লকে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ’

জানা গেছে, প্রশাসনিকভাবে এরই মধ্যে পশ্চিমবঙ্গে এইডস আক্রান্ত জেলাগুলোর ক্যাটাগরিতে মুর্শিদাবাদ জেলা ‘হাইরিসক জোন’ এর ‘বি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে। এই তালিকায় ‘এ’ ক্যাটাগরিতে রয়েছে কলকাতা, বর্ধমান, দার্জ্জিলিং, পুরুলিয়া ও আরও এক বাংলাদেশ সীমান্তবর্তী জেলা নদীয়া।

ভারত সরকারের স্বাস্থ্য মন্ত্রক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ এর সাম্প্রতিক সমীক্ষায় দেখা যাচ্ছে, ভারতে ২০ লাখ ৩০ হাজার মানুষ এইডসে আক্রান্ত। পশ্চিমবঙ্গে প্রতিদিন গড়ে ৫০০ জন করে এইডসে আক্রান্ত হচ্ছেন। এই সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গে ৫ দশমিক ৯২ শতাংশ মানুষ এইডসে আক্রান্ত।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।