ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গুজরাটে নির্মাণ হচ্ছে তাজমহল!

রক্তিম দাশ. সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১০
গুজরাটে নির্মাণ হচ্ছে তাজমহল!

কলকাতা: সাড়ে তিনশো বছরের প্রাচীন তাজমহলকে আরও একবার নির্মাণের লক্ষ্যে  কাজ করছে গুজরাট রাজ্যের একদল শিল্পী। ওই রাজ্যের রাজধানী আহমেদাবাদ শহরে কাছে ঢোলকায় নির্মিত হচ্ছে ওই ঐতিহাসিক স্থাপত্যের প্রতিরূপ।



তাজমহল গড়ার অন্যতম উদোক্তা ইশতিয়াক আলি বলেছেন, ‘২০০৪ সালে আমরা একটা ককশিটের তাজমহল বানিয়ে ছিলাম। সেটা এতোটাই জনপ্রিয় হয়েছিল গুজরাত সরকারের তরফে আমাদের পুরস্কৃত করা হয়েছে। তখন থেকেই সাধারণ মানুষের দাবি ছিল ওদের জন্য একটা তাজমহল বানানোর। যাতে সবাই দেখতে পারে। সেটা মাথায় রেখেই আমরা এটা বানিয়েছি। ’

তিনি আরও বলেন, এটা বানাবো বলে আমি ৭ বার তাজমহল দেখতে আগ্রায় গিয়েছি। বিভিন্ন দিক থেকে তাজের ছবি তুলেছি। তাজমহলের প্রধান নির্মাতা ওস্তাদ আহমেদ লহরি সর্ম্পকে পড়াশুনা করেছি। আসল তাজমহলের দেওয়ালে যেভাবে পাথর কেটে গোলাপ ফুল বানানো হয়েছে সেটা আমরা অবিকল ভাবে করেছি।

আহমেদাবাদের ওই নকল তাজমহল আয়তনে ৫০০ বর্গফুট। উচ্চতায় ৫১ ফুট। নির্মাণ করতে ২০ টন লোহা ও ৩৪ হাজার বর্গফুট কাঠ লেগেছে। তবে এটি তৈরি করতে কত ব্যয় হছে তা বলতে চাননি উদ্যোক্তারা।

উল্লেখ্য, এর আগেও তৈরি হয়েছে তাজমহলের প্রতিরূপ। এরমধ্যে সম্রাট আরঙ্গজেবের তৈরি ঔরঙ্গাবাদ শহরে ‘বিবি কা মাকবারা’, বাংলাদেশের সোনারগাঁও ও উইসকনসিনের ‘ত্রিপোলির শ্রাইন টেম্পেল’ বিশেষ উল্লেখ্যযোগ্য।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ০৯ ডিসেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।