ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিনীদের গড় আয়ু কমেছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১০
মার্কিনীদের গড় আয়ু কমেছে

ওয়াশিংটন: প্রায় সব মার্কিনীরই গড় আয়ু কিছুটা কমেছে বলে প্রকাশিত এক গবেষণা সূত্রে জানা যায়। বিপরীতে কৃষ্ণ বর্ণের লোকদের গড় আয়ু দুই থেকে আড়াই মাস পর্যন্ত বেড়েছে বলে বৃহস্পতিবার প্রকাশিত এ গবেষণায় জানা যায়।



গবেষণার ফলাফলে দেখা যায়, ২০০৭ সালের তুলনায় অধিকাংশ মার্কিনীরই গড় আয়ু এক- দশমাংশ হ্রাস পেয়ে ৭৫ দশমিক ৩ বছরে দাঁড়িয়েছে। স্বাস্থ্য পরিসংখ্যানের জাতীয় কেন্দ্র থেকে এসব তথ্য জোগাড় করা হয়।

সংগৃহীত এসব তথ্যে দেখা যায় যে নারীদের গড় আয়ুও ৮০ দশমিক ৪ বছর থেকে কমে ৮০ দশমিক ৩ বছরে এসে দাঁড়িয়েছে।  

অন্যদিকে এ ধারার বিপরীতে কৃষ্ণাঙ্গদের গড় আয়ু রেকর্ড পরিমাণ বেড়েছে। এক্ষেত্রে ২০০৭ সালে তাদের গড় আয়ু দশমিক দুই বছর থেকে বেড়ে ৭০ দশমিক ২ বছরে পৌঁছেছে। তারপরও তারাই যুক্তরাষ্ট্রের সবচেয়ে স্বল্প আয়ুর জনগণ।  

গত তিন দশক ধরে শ্বেতাঙ্গ নারীরা সবচেয়ে বেশি গড় আয়ু ও কৃষ্ণাঙ্গ পুরুষেরা সবচেয়ে কম গড় আয়ুর অধিকারী ছিলেন। কিন্তু পরবর্তী ৩০ বছরে উভয়েরই গড় আয়ু বেড়েছে।

এ গবেষণার সঙ্গে জড়িত এক পরিসংখ্যানবিদ অ্যারিয়ালদি মিনিনো ওয়াশিংটন পোস্টে বলেন ২০০৮ সালে মানুষের গড় আয়ু এতটা কমে যাওয়ার কোনো কারণ এখনও জানা যায়নি।  

এর মধ্যে সবচেয়ে কম মৃত্যুহার ছিলো হাওয়াই এ। ২০০৮ সালে সেখানে মৃত্যুহার ছিলো প্রতি ১ লাখে ৫৮৯ জন। অন্যদিকে সবচেয়ে বেশি মৃত্যুহার ছিলো ওয়েস্ট ভার্জিনিয়ায়, প্রতি ১ লাখে ৯৫৮ জন।    

মৃত্যুর অন্যমত প্রধান কারণ হিসেবে হৃদরোগকে দায়ী করা হয়েছে। এছাড়াও আছে ক্যান্সার, দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট, স্ট্রোক, দুর্ঘটনাজনিত জখম এবং অ্যালঝেইমার।  

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।