ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে একাধিক আসনে প্রার্থিতা নিষিদ্ধ, ‘না’ ভোট চালু হচ্ছে

রক্তিম দাশ. সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১০
ভারতে একাধিক আসনে প্রার্থিতা নিষিদ্ধ, ‘না’ ভোট চালু হচ্ছে

কলকাতা: ভারতে নির্বাচন কমিশন এবার ভোট ব্যবস্থার আমূল সংস্কার করতে চলছে। কেন্দ্রীয় আইনমন্ত্রী বিরাপ্পা মইলি ও মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন।



এদিন নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘এবার থেকে কোনো প্রার্থী একটির বেশি আসনে দাঁড়াতে পারবে না। এখন একাধিক আসনে প্রার্থী হবার বিধান রয়েছে ভারতের নির্বানী আইনে। এছাড়াও বৈদ্যুতিন ভোট যন্ত্রে কোন প্রার্থীকে পছন্দ না হলে জানানোর জন্য একটি অতিরিক্ত বোতাম থাকছে, যার মধ্য দিয়ে ভোটাররা ‘না’ ভোট দিতে পারবেন। ’

কমিশন আরও জানিয়েছে, ৫ বছর বা তারও বেশি কারাদণ্ডের অপরাধে অভিযুক্ত বা তার ভিত্তিতে আদালতে চার্য গঠন হলেই আর নির্বাচনে দাঁড়ানো যাবে না। এক্ষেত্রে যদি অভিযোগ বিচারাধীন থাকে তাহলেও একই নিয়ম প্রয়োজ্য হবে।

ওই নতুন আইনে বলা হয়েছে, নির্বাচনী ব্যয়ের সব আয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ২০ হাজার রুপির বেশি আয়ের ক্ষেত্রে ‘ক্রস অ্যাকাউন্ট পেয়ি চেক’ ব্যবহার করতে হবে। প্রার্থীদের বাড়ি বাড়ি ঘুরে ও সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে প্রচারনা সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে।

লোকসভাও বিধানসভার মেয়াদ শেষ হবার ৬ মাস আগে থেকে কেন্দ্র বা রাজ্য সরকার সাফল্য দা্িব করে কোন বিজ্ঞাপন করতে পারবে না। সেই সঙ্গে ভোটের কাজে সম্ভাব্য নিযুক্ত হবেন এমন কোন সরকারি আধিকারিককে অন্যত্র বদলি করা যাবে না।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।