কলম্বো: শ্রীলঙ্কার পুলিশ শুক্রবার ৫০ কেজি হেরোইন আটক করেছে। এ সময় পাকিস্তানি বংশোদ্ভূত নাগরিকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
এ হেরোইনের অর্থমূল্য ১০ লাখ মার্কিন ডলার।
পুলিশের মুখপাত্র প্রিয়ানথা জয়াকোদি জানান, আলু কনটেইনারে এই হেরোইন রাখা ছিল। কলম্বোর একটি বন্দর থেকে তা আটক করা হয়।
মাদকদ্রব্য আটকের ঘটনা বেশিরভাগ ক্ষেত্রে শ্রীলঙ্কার আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে। তবে পুলিশের মাদকদ্রব্য ব্যুরো জানায়, ভারত ও পাকিস্তান থেকে সমুদ্রপথে একটি উল্লেখযোগ্য পরিমাণ হেরোইন চোরাচালানি হয়ে শ্রীলঙ্কায় আসে।
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১০