ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

তিন বছর বয়সেই ফটোগ্রাফি!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৩, জুন ২, ২০১৩
তিন বছর বয়সেই ফটোগ্রাফি!

ঢাকা: তিন বছর বয়সে শিশুরা জীবন-জগত, ক্যারিয়ার-বাস্তবতা কোন কিছুই হয়ত চিন্তা করতে পারে না। এই বয়সে খেলনা ও দুষ্টুমি নিয়েই তাদের ব্যস্ত সময় কাটে।

কিন্তু নাইজেরিয়ায় এতটুকু বয়সেই ফটোগ্রাফি করে হৈচৈ ফেলে দিয়েছে এক শিশু। তাও আবার শখের নয়, পুরোদস্তুর প্রফেশনাল।

তিন বছর বয়সী এই শিশুটির নাম ওনাফুজুরি রিমেট। ডাকনাম ফুজি। বাবা কুগবেরি রিমেট। বাস নাইজেরিয়ার লাগোস শহরে। ছেলেটির গর্বিত বাবা একজন গ্রাফিক্স ডিজাইনার।

নিজের ছেলের প্রশংসা করে তিনি জানান, ফুজির ফটোগ্রাফির পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে আমাদের পরিবার। কারণ আমাদের পরিবারটি সম্পূর্ণ সৃজনশীল। আর ফটোগ্রাফিতে আমি মনে করি সে তার বয়সকে ছাঁপিয়ে গেছে।

এছাড়া পরিবারে একাধিক ক্যামেরার ‘অ্যাকসেস’ ফুজিকে ফটোগ্রাফিতে আগ্রহী করে তোলে বলেও উল্লেখ করেন ছেলেটির বাবা।

এদিকে ৮ জুন লাগোসে ফুজির তোলা ছবি নিয়ে একটি চলচ্চিত্র প্রদর্শনীরও কথা রয়েছে। ক্ষুদে এই ফটোগ্রাফারের প্রতি শুভ কামনা রইল।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জুন ২, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।