মস্কো: রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ তার মেয়াদ শেষে আবার নির্বাচনে দাঁড়াতে চান। ২০১২ সালে তার প্রেসিডেন্ট পদের মেয়াদ শেষ হবে।
ক্রেমলিনের অর্থনীতিবিষয়ক কর্মকর্তা আরকাডি ডেভরকোভিচ বিবিসি-র সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, ‘যে কেউ চোখ-কান খোলা রাখলেই বুঝতে পারবেন যে, মেদভেদেভ কী করতে চাইছেন। তিনি চান, দ্বিতীয়বারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হবেন। ’
ডেভরকোভিচ বলেন, ‘মেদভেদেভ যে প্রেসিডেন্ট, তা তিনি কোনোভাবেই দেখাতে চাইছেন না। ’
তিনি আরো বলেন, ‘প্রেসিডেন্ট মেদভেদেভ ইস্যুটি নিয়ে প্রধানমন্ত্রী ভøাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করবেন। কারণ, উভয়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ’
সম্প্রতি, ভিটিএসআইওএম সংস্থা পরিচালিত এক জরিপে দেখা গেছে, এখন নির্বাচন দিলে মেদভেদেভের জেতার সম্ভাবনা কম।
বাংলাদেশ সময়: ০৪:৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১০