বেইজিং: নরওয়ের রাজধানী অসলোতে অনুষ্ঠিত নোবেল শান্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে লিউ জিয়াওবোর জন্য চেয়ার খালি রেখে চীন সরকারকে বিব্রত করা হয়েছে। অনুষ্ঠানকে ‘রাজনৈতিক হুমকি’ ও ‘স্নায়ু যুদ্ধের মানসিকতার পরিচয়’ বলে উল্লেখ করেছে বেইজিং।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম শনিবার নোবেল শান্তি পুরস্কার কমিটির সমালোচনা করে একথা বলা হয়েছে।
ইংরেজি ভাষার সরকারি সংবাদপত্র চায়না ডেইলির সম্পাদকীয়তে শনিবার বলা হয়, ‘সরকারের অপছন্দের কোনো ব্যক্তিকে এ রীতিতে সম্মান জানানো হয়েছে। এঘটনা এ বছর চীনকে অস্তস্বিতে ফেলার সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা। ’
শান্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এবারের বিজয়ী কারারুদ্ধ চীনের লিউ জিয়াওবো’র সম্মানে খালি চেয়ার রাখায় কমিটির সমালোচনায় মুখর হয় দেশটি।
সম্পাদকীয়তে উল্লেখ করা হয়, ‘অসলোর জন্য সাধারণ একজন চীনা নাগরিকের গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গির নবায়ন ও সমৃদ্ধ করার এটি ছিলো একটি দুলর্ভ সুযোগ। বিশ্বের অনেকেই চীনের অব্যাহত সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা চায়না। ’
লেখক লিউ প্রায় দু’দশক থেকে চীনের রাজনৈতিক সংস্কারে তৎপর। গণতান্ত্রিক সংস্কারের বই চার্টার ০৮ এর সহলেখক হিসেবে কাজ করায় নাশকতার অভিযোগে ২০০৯ সালে তাকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
লিউ’র নোবেল প্রাপ্তিতে ক্ষুব্দ প্রতিক্রিয়া জানায় চীন। নোবেল কমিটিকে ‘ভাঁড়’ বলাসহ অন্যান্য দেশ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দিলে খারাপ পরিণতি ভোগ করবে বলেও সতর্ক করে দেয় দেশটি।
একইসঙ্গে লিউসহ তার স্ত্রী বা অন্য কোনো প্রতিনিধিকেও তার পক্ষ থেকে পুরস্কার গ্রহণের জন্য অসলোতে যাওয়ার অনুমতি দেয়নি চীন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পর্কে চীনের পররাষ্টমন্ত্রীর মুখপাত্র জিয়াঙ্গ ইয়ু বলেন, ‘এ অনুষ্ঠান বিশ্বের সংখ্যাগরিষ্ঠ জনগণের প্রতিনিধিত্ব করেনা। ’
ওই সম্পাদকীয়তে এ বিষয়ে বলা হয়, ‘তারা তাদের নিজস্ব কল্পনার জগত নিয়ে এতটাই ব্যস্ত যে বাস্তব পৃথিবীতে কি হচ্ছে তা নিয়ে ভাবার সময় তাদের নেই। ’
লিউ জিয়াওবোর সম্মানে এবারের শান্তিতে নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে খালি চেয়ার রাখেন নোবেল কমিটির চেয়ারম্যান থোর্বজোয়ের্ন জ্যাগল্যান্ড। এদিকে গত বছরের বিজয়ী শুক্রবার লিউকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ।
এদিকে সিএনএন ও বিবিসিতে নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার হওয়ায় চীনের মূল ভূখন্ডে চ্যানেলগুলো বন্ধ করে দেওয়া হয়।
বাংলাদেশ স্থানীয় সময়: ১১৪০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১০