ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সাকিনকে পাথর ছুড়ে হত্যা করা হচ্ছে না

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১০
সাকিনকে পাথর ছুড়ে হত্যা করা হচ্ছে না

তেহরান: ব্যভিচারের অভিযোগে ইরানি নারীকে পাথর নিক্ষেপ করে হত্যার সাজা বাতিল করেছে দেশটির বিচারকরা। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে এ খবর প্রচার করা হয়।



অভিযুক্ত সাকিন মোহাম্মাদি আস্তিয়ানির বিচারের রায় ঘোষণা করার পর আন্তর্জাতিক মহল এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা এই রায় কার্যকর করার বিরুদ্ধে অবস্থান নেয় ।

টেলিভিশনের প্রতিবেদনে বলা হয় , প্রতিকী আদালতে ২০০৬ সালে সাকিনের বিচার করা হয়। কিন্তু ওই রায় সব বিচারকের নয়। আরও বলা হয় পাথর নিক্ষেপ করে হত্যা বন্ধের  আদেশ দিলে ও তার সাজা মওকুফ করা হয়নি।

৫ বছর আগে সাকিন তার প্রেমিক ইসা টির  সঙ্গে আতাত করে স্বামী ইব্রাহিমকে হত্যা করে। তার প্রেমিকও আটক রয়েছে। তার বিরুদ্ধেও ইব্রাহিমকে হত্যার অভিযোগ করা হয়েছে।

এদিকে ২০০৫ সালে ইরানের রাষ্ট্রীয় আইন ব্যবস্থা থেকে আর কাউকে পাথর নিক্ষেপ করে হত্যা নিষিদ্ধ করা হয়।

বাংলাদেশ স্থানীয় সময়: ১০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।