ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লিও সিয়াওবোকে মুক্তি দিতে ওবামার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১০
লিও সিয়াওবোকে মুক্তি দিতে ওবামার আহ্বান

ওয়াশিংটন: শান্তিতে নোবেল বিজয়ী লিও সিয়াওবোকে মুক্তি দিতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। একবিবৃতিতে ওবামা ওই আহ্বান জানান।

 

ওবামা চীনের দারিদ্র থেকে বেরিয়ে আসার অসাধারণ নৈপুন্যের” প্রশংসা করেন। তিনি একে মানবাধিকার রক্ষার চাবিকাঠি হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, ‘কিন্তু লিও আমাদের মনে করিয়ে দেয় গণতন্ত্রের বিকাশ, উদার সমাজব্যবস্থা এবং আইনের সঠিক শাসনের উপরও মানুষের মর্যাদা নির্ভরশীল। ’

লিও শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছেন উল্লেখ করে ওবামা বলেন যত দ্রুত সম্ভব তাকে মুক্তি দেওয়া উচিত।

ওবামা আরও বলেন, লিও এই পুরস্কারের জন্য ‘আমার চেয়েও বেশি উপযুক্ত। তিনি ন্যায়বিচার এবং স্বাধীনতার জন্য নিজেকে উৎসর্গ করেছেন। ’

উল্লেখ্য, ওবামা ২০০৯ সালে শান্তিতে নোবেল পেয়েছিলেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪১০ ঘণ্টা, ১১ ডিসেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।