নয়াদিল্লি: দলের ভাবধারা ক্ষুন্ন করার অভিযোগ কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে লিগ্যাল নোটিস পাঠালো অসম গণ পরিষদের (অগপ) যুব শাখা।
মে মাসে ভারতের এক মার্কিন কূটনীতিকের সঙ্গে রাহুল গান্ধীর ২০০৬ সালের কথোপকথন ফাঁস করে বিতর্কিত ওয়েবসাইট উইকিলিকস।
কংগ্রেস সহ-সভাপতির এই মন্তব্যে অগপ কর্মী-সমর্থকদের মধ্যে প্রবল বিক্ষোভ সৃষ্টি হয়। সাবেক মুখ্যমন্ত্রী ও দলের সভাপতি প্রফুল্লকুমার মোহন্ত রাহুলের মন্তব্যের কঠোর নিন্দা করেন।
প্রফুল্লকুমার মোহন্ত বলেন, “এ ব্যাপারে সমুচিত জবাব দিতে আইনজীবীর পরামর্শ নেওয়া হবে। ”
বুধবার অগপ যুব পরিষদের সভাপতি কিশোর উপাধ্যায় বলেন, “ওই মন্তব্যের জন্য রাহুল ক্ষমা না-চাইলে তাঁর বিরুদ্ধে দলের ভাবমূর্তি কলুষিত করার জন্য ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হবে। অসমে বিদেশিদের বিরুদ্ধে বিক্ষোভে আমাদের দলের সদস্যদের অবদান রয়েছে। ”
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জুন ০৬, ২০১৩
ভিএস/সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর/আরআই