ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

১ লাখ কুয়েতি ও প্রবাসীর কুয়েত ত্যাগে নিষেধাজ্ঞা

মঈন উদ্দিন সুমন, কুয়েত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:২১, জুন ৭, ২০১৩

ঢাকা: এক লাখ কুয়েতি নাগরিক এবং প্রবাসীর কুয়েত ত্যাগের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে সেদেশের একটি দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে।
 
এর মধ্যে ৫৮০০০ কুয়েতি নাগরিক এবং অন্যান্য ১২টি দেশের মোট ৪২০০০ প্রবাসী রয়েছে।

যার মধ্যে
বাংলাদেশ, ভারত, মিসর, সিরিয়া, লেবানন, পাকিস্তান, ফিলিপাইন, নেপাল এবং ইথিওপিয়া’র নাগরিক রয়েছে।

এই নিষেধাজ্ঞার বৃহত্তর কারণ হিসেবে সঠিক সময়ে দোষী ব্যাক্তিদের বিভিন্ন বকেয়া ঋণ পরিশোধের অক্ষমতাকে দায়ী করা হয়েছে।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কিছু ব্যক্তি বিশেষ যাদের ন্যূনতম একশ’ দিনার ঋণ আছে তারা কুয়েত ত্যাগের নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত।

বাংলাদেশ সময়: ০৩১৫ ঘণ্টা, জুন ০৭, ২০১৩
সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।