ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

প্রবাসীদের জন্য ব্যয়বহুল শহর অসলো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৬, জুন ৭, ২০১৩
প্রবাসীদের জন্য ব্যয়বহুল শহর অসলো

ঢাকা: বিশ্বে প্রবাসীদের জন্য সবচেয়ে ব্যয়বহুল শহর হচ্ছে নরওয়ের অসলো।   একটি সিনেমা দেখতে হলে প্রবাসীদের গুণতে হয় প্রায় ১৯ মার্কিন ডলার সমপরিমাণ অর্থ, আর পানশালায় বসে এক বোতল বিয়ার পান করলে দিতে হয় ১৪.১০ মার্কিন ডলার।



মানবসম্পদ পরামর্শক প্রতিষ্ঠান ইসিএ ইন্টারন্যাশনালের নতুন জরিপে এ তথ্য জানানো হয়েছে।

ইসিএর জরিপে দেখা গেছে, বিশ্বের শীর্ষ ১০ ব্যয়বহুল শহরের ৭টিই ইউরোপে। বাকি তিনটি শহরের মধ্যে আফ্রিকাতে দুটি আর এশিয়াতে মাত্র একটি। জাপানের রাজধানী টোকিও অর্জন করেছে ওই গৌরব। প্রবাসীদের জন্য বিশ্বের ষষ্ঠ ব্যয়বহুল শহর হিসেবে নাম লিখিয়েছে টোকিও।

ইসিএর এশিয়া অঞ্চলের পরিচালক লি কুয়ানে বলেন, “উৎপাদন ব্যয় আর শ্রমের কারণে বিশ্বের অন্যান্য অংশের তুলনায় অসলোর দ্রব্যমূল্য খুবই বেশি। ”

তিনি বলেন, “পরিস্কার করা (ঝাড়ু দেওয়া), জুতা মেরামত, চুল কাটানো ও রেস্টুরেন্টে খাবার খাওয়ার মতো কাজগুলো খুবই শ্রমনিবিড়। আমরা করের প্রভাবের বিষয়টিও বিবেচনায় নিয়েছি। উদাহরণস্বরূপ অ্যালকোহল ও টোব্যাকো তুলনামূলকভাবে ব্যয়বহুল। ”

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, জুন ০৭, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।