ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বুকের দুধ খাওয়ালে মাও ‍উপকৃত হন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩১, জুন ৭, ২০১৩
বুকের দুধ খাওয়ালে মাও ‍উপকৃত হন

ঢাকা: সবারই কম-বেশি জানা যে, নবজাতকের জন্য মায়ের দুধ মহা উপকারী। কিন্তু অনেক মা জানেন না, তিনি নিজেও এর উপকারীভোগী।



সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে, নবজাতককে বুকের দুধ খাওয়ানোর মাধ্যমে একজন মা ক্যানসারসহ বিভিন্ন রোগ প্রতিরোধ করতে পারেন।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, কোনো মা তার নবজাতককে জন্মের পর কমপক্ষে এক বছর বুকের দুধ খাওয়ান তাহলে তিনি বছরে স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ৫ হাজারেরও বেশি সময় এড়িয়ে যাবেন। শুধু তাই নয়, উচ্চরক্তচাপের ঝুঁকি থেকে মুক্ত থাকবেন প্রায় ৫৪ হাজার বার এবং হার্টঅ্যাটাক থেকে প্রায় ১৪ হাজার বার।

আর এভাবে এসব ঝুঁকিপূর্ণ রোগ এড়িয়ে যাওয়া বেছে যাবে বছরে ৮৬ কোটি মার্কিন ডলার। অবস্টেট্রিকস ‍অ্যান্ড গাইনিকোলজিতে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

গবেষণাটি করতে নেতৃত্ব দিয়েছেন হার্ভাডের গবেষক ড. মেলিসা বারটিক। গবেষকরা কয়েক দশক ধরে গবেষণাটি চালিয়েছেন। ২০ লাখ মার্কিন নারীর ওপর গবেষণাটি চালিয়েছেন তারা। ১৫ বছর বয়সী মেয়ে ৭০ বছর বয়সী বৃদ্ধায় পরিণত হওয়া পর্যন্ত তাদের ওপর গবেষণাটি অব্যাহত ছিল।

যুক্তরাষ্ট্রে ২৫ শতাংশ মা নবজাতককে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ১২ মাস বুকের দুধ খাওয়ান।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জুন ০৭, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।