ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বিবিসির নতুন কার্যালয় উদ্বোধন করলেন ব্রিটেনের রানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪২, জুন ৭, ২০১৩
বিবিসির নতুন কার্যালয় উদ্বোধন করলেন ব্রিটেনের রানি

ঢাকা: ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ শুক্রবার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের (বিবিসি) নতুন সম্প্রচার কার্যালয়ের উদ্বোধন করেছেন। বিবিসির কার্যালয়ে রানির আগমনে দৃশ্য সরাসরি সম্প্রচার করে বিবিসি টেলিভিশন।

সংবাদ কক্ষে প্রবেশ করলে সংবাদ উপস্থাপকদের পেছনে দেখা যায় রানিসহ উপস্থিতদের।
নতুন ভবনে বিবিসি রেডি ৪ এর উপস্থাপক জেমস নফটি ও সিয়ান উইলিয়ামসের সঙ্গে সরাসরি অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ অনুষ্ঠান থেকেই বিবিসর নতুন কার্যালয়ের উদ্বোধন ঘোষণা করেন তিনি।

তিনি বলেন, “আমি আশা করছি নতুন ভবন আপনাদের (দর্শক-শ্রোতা) ভবিষ্যতে সেবা দেবে এবং আজকে এর উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত। ”

রানি ভবনে আসলে বিবিসি ট্রাস্টের চেয়ারম্যান লর্ড প্যাটেন ও বিবিসির মহাব্যবস্থাপক টনি হল স্বাগত জানান।
এরপর তিনি বিবিসি রেডিও ১ পরিদর্শন করেন এবং নিক গ্রিমশ, ট্রেভর নেলশন ও সারা কক্সসহ সংবাদ পাঠকদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর জনপ্রিয় ব্রিটিশ ব্যান্ড দ্য স্ক্রিপ্টের শিল্পী ড্যানি ও’ডোনোঘুর সরাসরি পরিবেশনা ‘লাইভ লঞ্জ’ উপভোগ করেন তিনি।

লাইভ লঞ্জ উপভোগ করার পর ভবনে তৃতীয় ফ্লোরে যান তিনি। সেখানে বিবিসির সংবাদ শাখার ভারপ্রাপ্ত পরিচালক ফ্রান উনসওর্থ রানির সঙ্গে বিবিসি ফোরের স্টাফদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

এরপর রেডিও ফোরের সরাসরি অনুষ্ঠানে অংশ নিয়ে নতুন ভবনের উদ্বোধন ষোষণা করেন তিনি। চলে যাওয়ার সময় উদ্বোধনী অনুষ্ঠানের এক স্মারক উন্মোচন করেন রানি দ্বিতীয় এলিজাবেথ।

ডিউক ‍অব এডিনবার্গের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হওয়ায় তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।

বিবিসির এর আগের ‍কার্যালয় টেলিভিশন সেন্টার পাঁচবার পরিদর্শন করেছিলেন রানি। । নতুন ভবনে নয়টি রেডিও নেটওয়ার্ক, ২৪ ঘণ্টার তিনটি নিউজ চ্যানেলের কার্যালয় । নতুন ভবন থেকে বিবিসির সব প্রধান সংবাদ বুলেটিন সম্প্রচার করা হয়। এ ভবনে বিবিসি টেলিভিশন, রেডিও, সংবাদ ও অনলাইনের প্রায় ৬ হাজার কর্মী কর্মরত।

১৯৬০ সালে পশ্চিম লন্ডনের টেলিভিশন সেন্টারে যাত্রা শুরুর পর গত ১৭ মার্চ গ্রিনিচ মান সময় ২২টায় সর্বশেষ সংবাদ পাঠ করা হয়। কেন্দ্রীয় লন্ডনের নতুন ভবন ব্রডকাস্টিং হাউজ অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুন ০৭, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।