ঢাকা: দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত বর্ণবাদী নেতা নেলসন ম্যান্ডেলার (৯৪) শারীরিক অবস্থা আগের মতোই ‘গুরুতর তবে স্থিতিশীল’ রয়েছে বলে জানা গেছে।
দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমা সোমবার এক সরকারি বিবৃতিতে জানান, সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা এখনও হাসপাতালে রয়েছেন।
সরকারি বিবৃতিতে আরও বলা হয়, ম্যান্ডেলা তার জোহানেসবার্গের বাসায় কয়েকদিন ধরেই দীর্ঘস্থায়ী ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। প্রেসিডেন্ট জ্যাকব জুমা এ অবস্থায় ম্যান্ডেলা ও তার পরিবারের জন্য দেশজুড়ে সবাইকে প্রার্থনা করতে আহ্বান জানিয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ১১টায় ম্যান্ডেলার শারীরিক অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে নেওয়া হয়। এবছর এ নিয়ে তাকে তিনবার হাসপাতালে নেওয়া হলো।
ম্যান্ডেলার স্ত্রী গ্রাসা ম্যাচেল ম্যান্ডেলার পাশে থাকতে শনিবার লন্ডনের পূর্বনির্ধারিত একটি সফর বাতিল করেন বলেও জানা গেছে।
নেলসন ম্যান্ডেলা ১৯৯৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ছিলেন। এর আগে তিনি কারারুদ্ধ ছিলেন দীর্ঘ ২৭ বছর। সেখানে কাজ করতে করতেই তার ফুসফুসে সমস্যা হয়েছে বলে ধারণা করা হয়।
১৯৮০ সালে উইন্ডসুইপ্ট রোবেন দ্বীপের কারাগারে থাকা অবস্থায় তিনি যক্ষ্মায় আক্রান্ত হয়েছিলেন।
২০০৪ সালে ম্যান্ডেলা জনসম্মুখে না আসার সিদ্ধান্ত নেন। এরপর খুব কমই তাকে জনসম্মুখে দেখা গেছে।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, জুন ১০, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম ও আসিফ আজিজ, নিউজরুম এডিটর