ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সংকটের মুখে দক্ষিণ কোরিয়ার জাতীয় আয়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১০
সংকটের মুখে দক্ষিণ কোরিয়ার জাতীয় আয়

সিউল: দক্ষিণ কোরিয়ার মাথাপিছু আয় ২০১০ সালে সংকটের মুখে পড়তে যাচ্ছে। অর্থনেতিক সংস্কার স্বর্তেও শনিবার এ অবস্থার কথা জানায় দেশটির কেন্দ্রীয় ব্যাংক।

 

২০০৭ সালে দক্ষিণ কোরিয়ার মাথাপিছু আয় রেকর্ড পরিমাণ বেড়ে ২১ হাজার ৭০০ মার্কিন ডলারে দাঁড়ায়। একইসঙ্গে পরবর্তী ছয় বছর তা ছিলো ক্রমবর্ধমান। কিন্তু ২০০৮ সালের বৈশ্বিক অর্থনৈতিক সংকটের পর থেকে ক্রমেই তা হ্রাস পাচ্ছে।

তবে তারপরও এশিয়ার চতুর্থ বৃহৎ অর্থনীতির দেশটি ধীরে হলেও খারাপ অবস্থা কাটিয়ে উঠার চেষ্টা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় চলতি বছরের প্রথম ছয় মাসে মাথা পিছু আয় ৭ দশমিক ৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব হয়। ব্যাপক রপ্তানি ও ক্রমবর্ধমান ব্যয়ের মধ্য দিয়ে এটা দশকের সবচেয়ে দ্রুতগতির ক্রমন্নোতি।

ব্যাংক অব কোরিয়ার (বিওকে) তথ্য মতে চলতি বছর দেশটির মোট জাতীয় আয় (জিএনআই) ১ ট্রিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ মাথাপিছু আয় ২০ হাজার ৫১০ ডলার।

জিএনআই এ মূলত দেশ ও দেশের বাইরে অবস্থানরত সব দক্ষিন কোরীয় নাগরিকের আয়ই অন্তর্ভুক্ত হয়।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।