প্রিস্তিনা: সার্বিয়া থেকে বেড়িয়ে স্বাধীনতা ঘোষণার প্রায় তিন বছর পর কসোভোতে প্রথমবারের মতো ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে সার্বিয়া কসোভোকে স্বাধীন হিসেবে স্বীকার না করায় ধারণা করা হচ্ছে বেশিরভাগ সার্বিও নাগরিক নির্বাচন বর্জন করতে পারেন।
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন সমর্থণ করে বলেছে এই নির্বাচন কসোভোর জন্য গুরুত্বপূর্ণ।
নির্বাচনে ভোটাররা কসোভোর অর্থনীতির দিকে লক্ষ্য রেখে তাদের ভোট দিচ্ছেন। ধারণা করা হচ্ছে রোববার সকালে ভোট গ্রহণ শুরু হয়েছে সন্ধা ৭ টা পর্যন্ত চলবে।
বিশেষজ্ঞরা মনে করছেন ক্ষমতাসীন বিদায়ি প্রধানমন্ত্রীর দল ডেমোক্রেটিক পার্টি সংখ্যাগরিষ্ঠতা পাবে।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৮২২ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১০