সিঙ্গাপুর: এশিয়ান জোটগুলি অনেকাংশেই দুর্নীতিগ্রস্ত ও অযোগ্য বলে মনে করে সিঙ্গাপুরের কূটনীতিকরা। উইকিলিকসের ফাঁস করা তথ্যে রোববার একথা প্রচার করা হয়।
অস্ট্রেলিয়ার ফেয়ারফ্যাক্স মিডিয়া গ্রুপের একটি ওয়েবসাইট থেকে নেওয়া কিছু গোপন নথিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত ও জাপানের বিভিন্ন গোপন তথ্য-উপাত্ত তুলে ধরা হয় ফাঁস করা তথ্যে।
একটি নথিতে দেখানো হয়েছে সিঙ্গাপুরের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী প্রতিনিধি বিলাহারী কাউসিকান ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রে পূর্ব এশিয়ার বিষয়ক উপপ্রতিরক্ষা মন্ত্রী ডেভিড সিডনিকে জানিয়েছিলেন, ‘প্রতিযোগিতামূলক নেতৃত্বের অভাব মালয়েশিয়ার একটি বড় সমস্যা। ’
পিটার হো নামক আরেকজন কর্মকর্তা মালয়েশিয়ান প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাককে সুবিধাভোগী হিসেবে উল্ল্যেখ করেন।
বিলাহারি ২০০৮ সালে থাই সরকারেরও সমালোচনা করেন। তিনি থাই প্রধানমন্ত্রীকে দুর্নীতিগ্রস্ত হিসেবে উল্লেখ করেন।
থাইল্যান্ডের রাজার প্রসঙ্গে তিনি বলেন, ‘তিনি ধৈর্যশীল নন এবং খুব সহজেই অন্যের দ্বারা প্রভাবিত হন। ’
২০০৯ সালের আরেকটি নথিতে দেখা যায় সিঙ্গাপুরের রাষ্ট্রদূত টমি কোহ জাপান এবং ভারত সম্পর্কে কঠোর সমালোচনা করেছেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে এক সভায় তিনি বলেন, অদক্ষ নেতৃত্ব, নির্বুদ্ধিতা এবং দূরদর্শীতার কারণে এ অঞ্চলে জাপানের অবস্থান নিম্নমুখী হয়েছে।
তথ্যফাঁস বিষয়ে সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১০