কলকাতা: পশ্চিমবঙ্গের নদিয়ার গেদেতে ধর্ষণ করে খুন করা হয়েছে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে।
সোমবার স্কুল থেকে বাড়ি ফেরার সময় ধর্ষণের শিকার হয় সে।
শুক্রবার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বারাসাত ও কামদুনির পর এবার এ ধর্ষণের ঘটনা ঘটল।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ধর্ষণ করে খুন করা হয়েছে শিশুটিকে। অভিযোগের ভিত্তিতে সন্দেভাজন হিসেবে স্থানীয় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বিমল সর্দার (২২) নামের ওই যুবক ধর্ষণের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
দিন গড়িয়ে রাত হলেও বাড়িতে না ফেরায় শিশুটির পরিবার কৃষ্ণগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে। এরপ্রায় ২৪ ঘণ্টা পর স্কুলের পাশের একটি বাঁশ বাগান থেকে উদ্ধার হয় তার ক্ষতবিক্ষত দেহ।
জানা গেছে, নিহতের বাবা মারা গেছে। মা কথা বলতে পারেনা। দুই ভাই বোন আর মায়ের সংসার। অন্যদিনের মতো সোমবারও সে ব্যাগ গুছিয়ে স্কুলে গিয়েছিল। বোতলে নেওয়া পানির পুরোটা শেষও করেনি। তার আগেই শেষ হয়ে গেলো সবকিছু ।
মেয়ের এভাবে চলে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছেন না মা। মেনে নিতে পারছেন না পরিবারের অন্য পরিজনেরাও।
এরআগে শুক্রবার দুপুরে একইভাবে রাজ্যের উত্তর চব্বিশ পরগনার বারাসাতের কামদুনিতে ধর্ষণ করে খুন করা হয় ২০ বছর বয়সী এক কলেজ ছাত্রীকে।
বাংলাদেশ সময় : ২১১৩ ঘণ্টা, জুন ১২, ২০১৩
এস বি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর- eic@banglanews24.com