লন্ডন: বিশ্বখ্যাত গানের দল পিংক ফয়েডের এক তারকার ছেলেকে ছাত্র বিক্ষোভে গ্রেপ্তার করেছে ব্রিটেনের পুলিশ। বিভিন্ন জাতীয় দৈনিকে বিক্ষোভে ছেলেটির অংশ নেওয়ার ছবি প্রকাশ পায়।
পিংক ফয়েডের তারকা ডেভিড গিলমোরের ওই ছেলের নাম চার্লি গিলমোর (২১)। ছবিতে তাকে মধ্য লন্ডনের সেনোটাফের ব্রিটিশ পতাকা ধরে ঝুলতে দেখা গেছে।
ব্রিটেনের পার্লামেন্টে গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় টিউশন ফি বৃদ্ধিসংক্রান্ত বিলটি পাস হলে এর প্রতিবাদে হাজার হাজার ছাত্র বিক্ষোভে ফেটে পড়ে।
স্কটল্যান্ড ইয়ার্ড রোববার একটি বিবৃতিতে জানিয়েছে, ‘সাসেক্সের বাড়ির ঠিকানায় ২১ বছর বয়সী একজনকে গ্রেপ্তার হয়েছে। সন্দেহজনক সহিংস বিশৃঙ্খলা, সেনোটাফের পতাকায় অপরাধমূলক তৎপরতা সংঘটনের চেষ্টার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ’
বিবৃতিতে আরও বলা হয়, ‘তাকে সাসেক্সের পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে। সেখানে তাকে চুরির অভিযোগেও গ্রেপ্তার করা হয়েছে। তিনি এখন হেফাজতে আছেন। ’
ব্রিটেনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের ছাত্র চার্লি গিলমোর যুদ্ধে নিহত শহীদদের স্মৃতিরক্ষায় নির্মিত সেনোটাফ সৌধে অপমানের জন্য দুঃখ প্রকাশ করেছেন। এটা যে সেনোটাফ ছিল তা তিনি বুঝতে পারেননি বলেও জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ০৯০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১০