ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জর্ডানের বাদশাহকে আমন্ত্রণ জানিয়েছেন আহমাদিনেজাদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১০
জর্ডানের বাদশাহকে আমন্ত্রণ জানিয়েছেন আহমাদিনেজাদ

আম্মান: জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর প্রতি ইরান সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। রোববার জর্ডানের বাদশাহ এই আমন্ত্রণপত্র পেয়েছেন বলে একটি বিবৃতিতে জানানো হয়েছে।



আহমাদিনেজাদের পক্ষে রহিম মাশায়েই বাদশাহকে পাঠানো বার্তায় বলেন, ‘ইরানের নেতারা জর্ডানের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কোন্নয়নে আগ্রহী। ’

বিবৃতিতে উল্লেখ করা হয়, বাদশাহ আবদুল্লাহ ইরানের প্রেসিডেন্টর সঙ্গে অদূর ভবিষ্যতে আম্মান বা তেহরানে সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করেন। মুসলিম দুই দেশের ইসলামিক ইস্যু, আঞ্চলিক নিরাপত্তা, টেকসই স্থিতিশীলতা এবং জনগণের প্রয়োজনসহ বিভিন্ন বিষয় দুই নেতার আলোচনায় থাকবে।  

এছাড়া, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় আলোচনায় স্থান পাবে। এর বেশি কিছু বিবৃতিতে জানানো হয়নি।

ইরাক, ইরান, সিরিয়া ও লেবাননের হিজবুল্লাহকে নিয়ে ‘শিয়া অঞ্চল’ গঠনের ব্যাপারে সতর্ক করলে দুই দেশের সম্পর্ক গত কয়েক ধরে বছর শীতল ছিল।
 
যাই হোক, ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ে জর্ডান সব সময়ই কূটনৈতিকভাবে আলোচনার মাধ্যমে সমাধানের পক্ষে অবস্থান জানিয়ে আসছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩০০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।