শ্রীলঙ্কা: শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতের তামিল সংস্করণটি রদ করার সিদ্ধান্ত নিয়েছে। রোববার রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপাকসের নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এখন থেকে শ্রীলঙ্কার যে কোনো অনুষ্ঠানে সিনহালা ভাষাতেই জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে। শ্রীলঙ্কায় সিনহালা সংখ্যাগরিষ্ঠের ভাষা।
উল্লেখ্য, তামিল অধ্যুষিত শ্রীলঙ্কার উত্তর এবং পশ্চিমে তামিল ভাষার জাতীয় সঙ্গীত গাওয়া হতো। ১৯৪৮ সালে শ্রীলঙ্কা স্বাধীন হওয়ার পর থেকেই সিনহালা ভাষা থেকে অনুবাদ করে একই সুরে তামিলরা এই জাতীয় সঙ্গীত পরিবেশন করে আসছে।
রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপাকসে বলেন, পৃথিবীর কোনো দেশেই একাধিক ভাষায় জাতীয় সংগীত গাওয়া হয় না। তিনি বলেন, ‘সবাইকে মনে রাখতে শ্রীলঙ্কা একটিই দেশ। ’
উল্লেখ্য, সংখ্যালঘু তামিলদের একটি আলাদা রাষ্ট্রের জন্য তামিল টাইগাররা ২৫ বছর লড়াই করেছে। শ্রীলঙ্কা সেনাবাহিনী ২০০৯ সালে নির্মমভাবে এই বিদ্রোহীদের দমন করে।
বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, ১৩ ডিসেম্বর ২০১০