কাঠমাণ্ড: নেপালের সাবেক যুবরাজ পরশ শাহ সোমবার টাইগার টপস নামক একটি বিনোদন স্থানে পারিবারিক এক অনুষ্ঠানে মদ্যপ অবস্থায় অতিথিদের সঙ্গে তর্কাতর্কির এক পর্যায়ে ফাঁকা গুলি ছুঁড়েছেন।
সোমবারও তিনি অতিথিদের সঙ্গে আলোচনার এক পর্যায়ে সাবেক রাজাদের ভূমিকা প্রসঙ্গে কথা উঠলে ক্ষিপ্ত হয়ে ওঠেন এই যুবরাজ।
পরশ জানান, ‘দু’জন অতিথি আমার সাবেক ভূমিকা এবং বর্তমান প্রতিষ্ঠান নিয়ে নেতিবাচক মন্তব্য করে। যখন আমার পরিবার এবং অন্য অতিথিরা রেস্তোরাঁ থেকে চলে যাবার পর আমি একটি ফাঁকা গুলি ছুঁড়েছি। কারণ আমার এবং দেশের বিরুদ্ধে কথাগুলি আমি সহ্য করতে পারছিলাম না। ’
২০০৮ সালে নেপাল থেকে ২৪০ বছর আগের রাজতন্ত্রের অবসান ঘটলেও সাবেক রাজপরিবারের সদস্যদের রাজকীয় জীবনযাপন এখনও অব্যাহত রয়েছে। পরশ শাহ (৩৮) তার উচ্ছৃংখল জীবনযাপনের জন্য আগে থেকেই পরিচিত ছিলেন। ২০০৮ সালে তার পিতা রাজা জ্ঞানেন্দ্র সিংহাসন হারানোর পর তিনি সিঙ্গাপুরে চলে যান। সম্প্রতি তিনি নেপালে ফিরে এসেছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে কোন অভিযোগ করা হয়নি।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৮৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১০