ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ার মাছধরা জাহাজ ডুবে নিহত ৫, নিখোঁজ ১৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১০
দক্ষিণ কোরিয়ার মাছধরা জাহাজ ডুবে নিহত ৫, নিখোঁজ ১৭

সিউল: দক্ষিণ কোরিয়ার মাছ ধরা জাহাজ অ্যান্টার্কটিকায় ডুবে ৫ জন নাবিকের মৃত্যু হয়েছে। আরও ১৭ জন এখনো নিখোঁজ রয়েছে।

সোমবার ওই দুর্ঘটনা ঘটে। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কোস্টগার্ড এতথ্য জানায়।  

কর্তৃপক্ষ জানান, জাহাজটিতে ৪২ জন আরোহী ছিলো। কোরীয় সময় ভোর সাড়ে ৪টায় নিউজিল্যান্ডের ২ হাজার ৬০০ কিলোমিটার দূরে জাহাজটি ডুবে যায়। জাহাজটিতে ৮ জন দক্ষিণ কোরিয়ার নাবিক ছিলেন। তাদের মধ্যে ২ জন মারা গেছেন। এছাড়া জাহাজের অপর আরোহীদের মধ্যে ৮ জন চীনের, ১১ জন ইন্দোনেশিয়ান, ৩ জন ফিলিপাইনের এবং একজন রাশিয়ার নাগরিক।    

কর্তৃপক্ষ আরও জানান, আরোহীদের মধ্যে ৫ জন নিহত ও ১৭জন নিখোঁজ রয়েছে। অপর আরোহীদের নিকটবর্তী মাছধরা নৌকা উদ্ধার করেছে। কোরীয়ার আরোহীদের মধ্যে ২ জন নিহত ও ৫ জন নিখোঁজ রয়েছে। নিহতরা হলেন চোই ইউ-জং(৩৩) এবং হা জং-গুই(৪৮)।

কর্তৃপক্ষ জানান, ঝড়ো বাতাস এবং বড় বড় ঢেউয়ের কারণে উদ্ধার তৎপরতা ব্যহত হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার বুসান কোস্ট গার্ড সর্বপ্রথম দুর্ঘটনার খবর জানতে পারে। কোস্টগার্ড উদ্ধার তৎপরতায় নিউজিল্যান্ডের সহযোগিতা চেয়েছে।

বাংলাদেশ সময়: ০৭০২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।