ওয়াশিংটন: পাকিস্তান এবং আফগানিস্তানে নিয্ক্তু যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রিচার্ড হলব্রুক (৬৯) ধমনীতে অস্ত্রোপচার চলাকালে মঙ্গলবার ওয়াশিংটন ইউনিভার্সিটি হাসপাতালে মারা গেছেন। তার মৃত্যুতে প্রেসিডেন্ট বারাক ওবামাসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন কর্মকর্তা শোক প্রকাশ করেছেন।
হলব্রুক শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম কিনটনের কার্যালয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এরপর টানা ২০ ঘণ্টা তার ধমনীতে অস্ত্রোপচার করা হয়। এরপর সোমবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিকে, হলব্রুকের এই মৃত্যুতে বারাক ওবামা আফগান যুদ্ধের পরবর্তী যে পদক্ষেপ নিতে যাচ্ছিলেন তা ব্যাহত হবে বলে ধারণা করা হচ্ছে। কারণ হলব্রুক ছিলেন আফগাস্তান এবং পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক নিয়ন্ত্রণে মূল চাবিকাঠি।
উল্লেখ্য, হলব্রুক জার্মানির প্রাক্তন রাষ্ট্রদূত ছিলেন। এছাড়াও ১৯৯৫ সালের ডেটন শান্তি চুক্তিতেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেন যা বসনিয়ার গৃহযুদ্ধ অবসানেও সাহায্য করেছিল।
হলব্রুকের মৃত্যুর কিছুক্ষণ পূর্বে তার স্ত্রী এবং সন্তান প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে কূটনীতিকদের সম্মানে একটি অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অবশ্য, হিলারি কিনটন তার একটি বিবৃতিতে জানায় মৃত্যুকালে তারা হলব্রুকের পাশেই ছিলেন।
ওবামা বলেন, ‘রিচার্ড হলব্রুকের কারণেই আমেরিকা নিশ্চিন্ত এবং পৃথিবীও নিরাপদ। ’
হিলারি তার মৃত্যুকে আমেরিকার জন্য ‘শোকের দিন’ বলে উল্লেখ করে এক বিবৃতিতে বলেন, ‘আজকের রাতে আমেরিকা তার একজন বিজয়ী এবং সাধারণের জন্য নিবেদিতপ্রাণ মানুষকে হারালো। তিনি অর্ধ শতকেরও বেশি সময় ধরে মেধা এবং প্রতিজ্ঞার সঙ্গে বিভিন্ন শান্তি আলোচনা এবং যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে নৈপুণ্যের সঙ্গে তুলে ধরেছেন। ’
যুক্তরাষ্ট্রের সাবেক কূটনৈতিক পিটার গলব্রিথ হলব্রুকের উদ্দেশে বলেন, ‘ত্রিমুখী দক্ষ দাবা খেলোয়াড়। ’ যুক্তরাষ্ট্রের সিনেটর জন কেরি বলেন, ‘তিনি কমপক্ষে দশ হাজার জীবন রক্ষা করেছেন। ’
এছাড়া বিশ্বনেতারা তারা মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৭৫৪ ঘণ্টা, ১৪ ডিসেম্বর ২০১০