টাওসন: মেরিল্যান্ডের একটি নিলাম সংস্থা সোমবার নাৎসি বাহিনীর ফিল্ড মার্শালের ব্যবহৃত লাঠি ৭ লক্ষ ৩১ হাজার ছয়শ মার্কিন ডলারে বিক্রি করেছে।
শনিবার নিলামের শুরুতে লাঠিটির দাম উঠেছিল ১৫ হাজার ডলার পর্যন্ত।
১৯ ইঞ্চি লম্বা ওই লাঠিটি নাৎসি ফিল্ড মার্শাল অ্যালবার্ট কিসেলরিং ব্যবহার করতেন। একজন আমেরিকান সেনা ১৯৪৫ সালের জুলাই মাসে লাঠিটি খুঁজে পায়। তিনি লাঠিটি উত্তরাধিকারসূত্রে তার ছেলেকে হস্তান্তর করেন। শনিবার লাঠিটি নিলামে তোলা হলে এটা এমন উচ্চ দামে বিক্রি হয়।
অ্যালবার্ট কিসেলরিং ১৯৬০ সালে ৭৪ বছর বয়সে মারা যান।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৫১৭ ঘণ্টা, ১৪ ডিসেম্বর,২০১০