তেহরান: পররাষ্ট্র মন্ত্রীর পরিবর্তনে ইরানের পরমাণু নীতির কোনো পরিবর্তন হবে না বলে মঙ্গলবার ইরান জানিয়েছে।
প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সোমবার পররাষ্ট্রমন্ত্রী মানুচেহর মোত্তাকিকে বরখাস্ত করেন।
বিশ্ব শক্তির সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামিন মেহমানপারেস্ট বলেন, ‘আমি মনে করি না, পরমাণু নীতি ও আলোচনায় কোনো ধরনের পরিবর্তন আসবে। ’
সালেহি (৬১) ২০০৯ সালের ১৭ জুলাই ইরানের পারমাণবিক কর্মসূচির প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন।
মোত্তাকির পরিবর্তন সম্পর্কে কোনো কারণ জানানো হয়নি। তবে, এ মাসের শুরুতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি কিনটনের ‘শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি পরিচালিত করতে পারবে ইরান’ মন্তব্যকে স্বাগত জানান মোত্তাকি। মোত্তাকির এমন অবস্থান ইরানি সরকারের সঙ্গে সামঞ্জস্য পূর্ণ নয়।
ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে ৬ ও ৭ ডিসেম্বর জেনেভায় বিশ্ব শক্তিধর দেশগুলোর সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়। আগামী মাসে ইরানের প্রতিবেশি দেশ তুরস্কে আবারও একই বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এদিকে, হিলারি কিনটন সংবাদ মাধ্যম বিবিসিকে বলেন, ইরান ভবিষ্যতে বেসামরিক উদ্দেশ্যে পরমাণু কর্মসুচি পরিচালনা করতে পারবে।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৬০১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১০