ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ছয় পক্ষের আলোচনায় উত্তর কোরিয়া ইতিবাচক: চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১০

বেইজিং: দক্ষিণ কোরিয়ার সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনের জন্য যে কোনো সাহায্য করতে সম্মত হয়েছে উত্তর কোরিয়া। চীন মঙ্গলবার জানায়, উত্তর কোরিয়া আলোচনায় বসতে ‘ইতিবাচক মনোভাব’ প্রকাশ করেছে ।



নভেম্বর মাসের শেষের দিকে উত্তর কোরিয়ার গুলাবর্ষণে দক্ষিণ কোরিয়ার চারজন নাগরিক নিহত হওয়ার ঘটনায় উভয় দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর মধ্যেই গত সপ্তাহে চীনের রাষ্ট্রীয় উপদেষ্টা দাই বিংগাও উত্তর কোরিয়ার নেতা কিম জং ইলের সঙ্গে সাক্ষাৎ করেন। এই প্রেক্ষিতেই পিয়ংইয়ংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং উ একথা জানান।

জিয়াং জানান, ‘উভয় পক্ষই বিশ্বাস করে যে এই আলোচনার মাধ্যমে শান্তি এবং নিরাপত্তার জন্য সব সিদ্ধান্ত নেওয়া হবে। যা ভবিষ্যতে এ ধরনের সমস্যার সময় বড় ভূমিকা পালন করবে। এই ছয় দলীয় আলোচনার ফলে কোরীয় দ্বীপপুঞ্জে পরমাণু কর্মসূচি নিয়ে সমস্যাগুলোরও সমাধান হবে। ’

উল্লেখ্য, কোরীয় দ্বীপপুঞ্জে চলমান উত্তেজনা প্রশমনের জন্য চীন একটি আলোচনা প্রস্তাব করে। এই প্রস্তাবে দুই কোরিয়া,  যুক্তরাষ্ট্র, রাশিয়া  এবং জাপান সমর্থন করে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৭২৮ ঘণ্টা, ১৪ ডিসেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।