তেহরান: ইরানের দক্ষিণ-পূর্ব অঞ্চলের শহর চাবাহারে বুধবার আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনায় ৩৮ জন নিহত ও অর্ধশতাধিক লোক আহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও কয়েকজন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, শহরের ইমাম হোসেন মসজিদের বাইরে আত্মঘাতী বোম হামলা ঘটনা ঘটেছে। সিস্তান-বালুচিস্তান প্রদেশের গভর্নর জেনারেল বোমা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
সুন্নি অধ্যুষিত প্রদেশটি অত্যন্ত সহিংসপ্রবণ। এখানে শিয়া জনগোষ্ঠী বৈষম্যের শিকার বলে অভিযোগ রয়েছে।
হামলাটি কে বা কারা করেছে এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ প্রদেশে জুনদুল্লাহ নামের একটি জঙ্গিগোষ্ঠীর কার্যক্রম রয়েছে। তাদের দাবি, তারা বেলুচ জনগোষ্ঠীর সংস্কৃতি ও বিশ্বাস রক্ষায় তারা লড়াই করছে।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫