নয়াদিল্লি: চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও বুধবার তিন দিনের সফরে ভারতে পৌঁছেছেন। তার সঙ্গে এসেছে ৪০০ ব্যবসায়ী প্রতিনিধির একটি বিশাল বহর।
এই সফরে ওয়েন জিয়াবাও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, প্রেসিডেন্ট প্রতিভা পাতিল ও ইপিএ চেয়ারেম্যান সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করবেন।
অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে ওয়েন ভারত সফর করলেন। গত বছর জুড়ে দুই দেশই বিবাদে লিপ্ত ছিল। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে চীনের নানা প্রকল্প ও কাশ্মীরের ভ্রমণকারীদের ভিসা প্রদানে ভারতের বাধা দেওয়া ইত্যাদি নিয়ে দুই দেশের বিবাদ।
ভারতে চীনের কূটনৈতিক ঝাং ইয়ান সম্প্রতি স্বীকার করেছেন যে, ভারত ও চীনের সম্পর্ক অত্যন্ত নাজুক। এ সম্পর্ক যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে বলেও তিনি মন্তব্য করেন। তবে তিনি পারস্পরিক আস্থার পরিবেশ তৈরির ব্যাপারে জোরারোপ করেন।
বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১০