ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শনির চাঁদে সম্ভাব্য বরফ আগ্নেয়গিরির সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১০
শনির চাঁদে সম্ভাব্য বরফ আগ্নেয়গিরির সন্ধান

ওয়াশিংটন: শনির চাঁদ টাইটানে কিছু বস্তুর সন্ধান পেয়েছে নাসার ক্যাসিনি মহাকাশ যান। এটা বরফ আগ্নেয়গিরি হতে পারে বলে মঙ্গলবার বিজ্ঞানীরা জানিয়েছেন।



মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইমেজগুলো বিশ্লেষণ করে দেখে এবং এর সঙ্গে চাঁদের সোত্রা ফ্যাকুলা নামের এলাকার সাদৃশ্য আছে। সান ফ্রান্সিসকোর আমেরিকান জিওলোজিক্যাল ইউনিয়নে এ গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়।

ক্রাইয়োভলকানো নামে পরিচিত বরফ আগ্নেয়গিরি সৌর জগতের হিমশীতল অংশে অবস্থিত বলে এতোদিন ধারণা করা হতো। তবে সাম্প্রতিক এ আবিষ্কার এধরনের আগ্নেয়গিরির উপস্থিতিই প্রমাণ করে। ইমেজে এ আগ্নেয়গিরির ৯০০ মিটার উচুঁ দু’টি চূড়া দেখা যায় এবং এ থেকে উত্তপ্ত লাভার পরিবর্তে পানি ও বরফখন্ডের উদগিরণ হচ্ছে বলেও বিজ্ঞানীরা জানান।

বিজ্ঞানী জেফ্রি ক্যারগেল বলেন, ‘আগ্নেয়গিরির প্রাকৃতিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে এটা এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে ভাল প্রমাণ। ’

এর আগে চাঁদে বরফ আগ্নেয়গিরির কিছু বৈশিষ্ট্য পাওয়া গেলেও পরবর্তী তা প্রমাণে জোরালো আর কোনো লক্ষণ খুঁজে পাওয়া যায়নি।

বাংলাদেশ স্থানীয় সময়: ১১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।