হাভানা: ভিন্নমতাবলম্বী এক ব্যক্তির ভিসা নাকচ করে দিয়েছে কিউবার সরকার। খবর বিবিসির।
ওই ভিন্নমতাবলম্বীর নাম গুইলেরমো ফারিসান। তিনি কিউবায় দীর্ঘদিন ধরে অনশন ধর্মঘট করেন। তার দাবি, কিউবার রাজবন্দীদের মুক্তি দিতে হবে।
ফ্রান্সে তাকে যেতে না দেওয়ায় তিনি কিউবার সরকারকে উদ্ধত বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এর মাধ্যমে কিউবা যে ব্যক্তি স্বাধীনতা অমান্য করে তারই প্রমাণ হলো।
৪৮ বছর বয়সী রাজনৈতিক কর্মী গুইলেরমো আশা করেছিলেন তিনি শাখারভ পুরস্কার নিতে বুধবার ফ্রান্সে যেতে পারবেন।
চিন্তার স্বাধীনতার জন্য দেওয়া এ পুরস্কারটি ইউরোপের সবচেয়ে বড় মানবাধিকার পুরস্কার, যার অর্থমূল্য ৭০ হাজার মার্কিন ডলার।
বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১০