ম্যানিলা: ফিলিপাইনের কমিউনিস্ট বিদ্রোহীরা ১০ সরকারি সেনাকে গুলি করে হত্যা করেছে। বুধবার সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির মধ্যাঞ্চলীয় দ্বীপ সামারে ১৮ দিনের গোলাগুলি বন্ধের চুক্তি আর মাত্র ৪৮ ঘণ্টা পর শুরু হওয়ার কথা ছিল। ওই কমিউনিস্ট দলটির নাম নিউ পিপলস আর্মি (এনপিএ)।
সেনা কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল নোয়েল ভেসতুইর বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘গোলাগুলি থেকে বিরত থাকার যে ঘোষণা দেওয়া হয়েছে, তারা এটারই সুযোগ নিয়েছে। ওই এলাকা থেকে সেনারা বেরিয়ে আসছিল এবং তারা কাপুরুষোচিতভাবে আড়াল থেকে সেনাদের উদ্দেশে গুলি করে। ’ পুলিশের সহায়তায় অভিযান চলবে বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১০