সিউল: গত মাসে দক্ষিণ কোরিয়ার দ্বীপে আক্রমণের ঘটনার পর প্রথমবারের মত সেনাদের সঙ্গে সাক্ষাত করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-ইল। সাক্ষাতে তিনি সেনা তৎপরতায় সন্তুষ্টি প্রকাশ করেছেন।
কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, কিমের তৃতীয় ছেলে কিম জং উন, চীফ অব জেনারেল স্টাফ রি অং-হু সেনা ইউনিট ২৬৭০ পরিদর্শনের সময় কিমের সঙ্গে ছিলেন। তবে প্রতিবেদনে তিনি কবে এবং কখন ওই পরিদর্শনে গেছেন তা উল্লেখ করা হয়নি।
গত ২৩ নভেম্বর পীত সাগরে দক্ষিণ কোরিয়ার দ্বীপে উত্তর কোরিয়ার গোলা হামলায় চার জন নিহত হওয়ার পর দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এরই মধ্যে কিমের এ সফর তাৎপর্যপূর্ণ।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১০