প্যারাইয়া: এক মার্কিনিকে পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছে ইন্দোনেশিয়ার আদালত। মসজিদে মোনাজাত চলাকালে লাউজস্পিকারের প্লাগ টেনে খুলে ফেলার অপরাধে তাকে এ শাস্তি দেওয়া হয়।
২২ আগস্ট রমজান মাসে এ ঘটনা ঘটান ক্যালির্ফোনিয়ার অবসরপ্রাপ্ত প্রকৌশলী গ্রেগরি লুক (৬৪)। ঘটনায় ুব্দ জনতার রোষ থেকে বাঁচাতে পুলিশ প্রহারায় তাকে লুমবুক দ্বীপের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
লুমবুকের পিরায়ার আদালতের প্রধান বিচারপতি সুহার্তোয়ু বলেন, ‘ধর্ম অবমাননা, সহিংস কর্মকান্ড সম্পাদন এবং কুটে গ্রামের বাসিন্দাদের ধর্মীয় কাজে বাধা দেওযার অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ’
এর আগে লুক প্লাগ খুলে ফেলার বিষয়টি অস্বীকার করলেও বুধবার এক সংক্ষিপ্ত মন্তব্যে তিনি বিচারকের রায়ে সন্তুষ্ট বলে জানান।
আদালতের বাইরে লুক হাসিমুখে বলেন, ‘বিচারকের সিদ্ধান্তে আমি পুরোপুরি সন্তুষ্ট। ’
ইন্দোনেশিয়ার ফৌজদারি আইনানুযায়ী ধর্ম অবমাননার জন্য পাঁচ বছরের কারাদণ্ডের বিধান আছে। কিন্তু তাকে এতো কম শাস্তি দেওয়া বিষয়ে বিচারক বলেন, ‘বিবাদী এর আগে আর কখনো কোনো অপরাধ করেনি, বিচারের সময়ও তিনি ভদ্র আচরণ করেছে এবং তার কাজের জন্য দুঃখ প্রকাশ করেছে। একইসঙ্গে এখানকার পর্যটন ব্যবস্থার উন্নয়নেও তিনি কাজ করেছেন। ’
দ্বীপে পর্যটকদের জন্য একটি অতিথিশালা চালানো লুক ২০১১ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি মুক্তি পাবেন।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৮০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১০